ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

বিএসটিআই অভিযানে ফুয়েল স্টেশন বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ৩০ মে ২০২৩  
বিএসটিআই অভিযানে ফুয়েল স্টেশন বন্ধ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল সরবরাহে পরিমাপে ত্রুটির কারণে একটি ফুয়েল স্টেশনের ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড ট্রেডিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জের মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিম স্বাক্ষরিত ‘ডিসপেন্সিং ইউনিট বন্ধ’ লেখা ঘোষণা সাঁটিয়ে দেওয়া হয়।
এর আগে, সেখানে আজিজুল হাকিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন বিএসটিআই।

আজিজুল হাকিম বলেন, ‘মেসার্স মাওয়া ফিলিং স্টেশনের বিরুদ্ধে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ পওয়া যায়। এরই প্রেক্ষিতে আজ সেখানে অভিযান চালানো হয়। আমরা ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এই সংক্রান্ত আমার স্বাক্ষরিত একটি নোটিশ জনস্বার্থে ডিসপেন্সিং ইউনিটে সাঁটিয়ে দেওয়া হয়েছে।’
 

আরো পড়ুন:

নাঈম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়