সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঢাকার সাভারে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সাত জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে সুইচগিয়ার, চাকু ও লোহার রড জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ মে) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের জামসিং এলাকার মো. বাবু (২৪), একই এলাকার মো. জামাল (৩৫), উত্তর চাপাইন এলাকার মহিউদ্দিন ময়না (৩৩), একই এলাকার সাদ্দাম হোসেন (৩২), আড়াপাড়া এলাকার মো. রবিন (২৬), কলমা এলাকার মো. রিপন (২৫) ও রাজবাড়ী জেলার মো. সোহান (২০)।
ওসি রিয়াজ উদ্দিন জানান, গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় সমবেত হয় ডাকাতরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশি অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলা দিয়ে তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সাব্বির/ মাসুদ
আরো পড়ুন