ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনীতে থেমে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৩

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১ জুন ২০২৩   আপডেট: ০৯:৫০, ১ জুন ২০২৩
ফেনীতে থেমে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৩

ফেনীর লেমুয়া কাজীরদীঘি এলাকায় রাস্তার পাশে থেমে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছেন। 

বুধবার (১ জুন) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজীরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

মুহুরিগঞ্জ হাইওয়ে পুলিশের ফাঁড়ির ইনচার্জ রাশেদ খান চৌধুরী এ তথ‌্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় পিকআপে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

লেমুয়া বোগদাদিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বুধবার  দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের কাজীরদীঘি নামক স্থানে রাস্তার পাশে থেমে থাকা একটি কাভার্ডভ্যানে পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির পিকআপ। এতে পিকআপটি দুমড়ে-মুছড়ে যায়। এতে তিন জন নিহত হন। 

নিহতরা হলেন, কুমিল্লার হোমনা উপজেলার সুরারামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিমুল (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার (২৮) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের বাকেরের ছেলে পিকআপ চালক আবু সাঈদ (২৯)।

একই ঘটনায় দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপের হেলপার সাগর (২২) নামের আরও দুজন আহত হয়েছেন। আহত ২ জনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 সৌরভ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়