ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১ জুন ২০২৩   আপডেট: ১৬:৫৬, ১ জুন ২০২৩
অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

স্কুলছাত্রীর স্বজনের আহাজারি

লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে সামিয়া আক্তার রূপা নামে এক স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে। 

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১টার দিকে পৌরশহরে ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রূপা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়েনের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ সোহেলের মেয়ে ও কামান খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার দালাল বাজার নিজ বাড়ি থেকে অটোরিকশাযোগে বাসটার্মিনাল আসছিলো ওই স্কুলছাত্রী। পথে অটোরিকশার মোটরের সঙ্গে নিজ গলার ওড়না পেঁচিয়ে যায় তার। এসময় ছাত্রীর সঙ্গে থাকা স্বজনরা চিৎকার করলে চালক অটোরিকশা থামিয়ে দেন। পরে অচেতন অবস্থায় ছাত্রীটিকে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার এসআই বেলায়েত হোসেন বলেন, অটোরিকশার মোটরের সঙ্গে অসাবধানতাবশত ওই ছাত্রীটির গলার ওড়না পেঁচিয়ে যাওয়ায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তবে, তার গলায় ফাঁস লাগার কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

লিটন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়