ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১ জুন ২০২৩   আপডেট: ১৫:০২, ১ জুন ২০২৩
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

সিলেট মহানগরীর ধোপাদিঘিরপাড় ওসমানী শিশু পার্কের সামনে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গোবিন্দ দাস (৩৩) নামে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

গোবিন্দ দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার গৌরাদ্দ দাসের ছেলে। তিনি আখালিয়া নয়াবাজারের রাংকুর কলোনিতে ভাড়া থাকতেন। 

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোবিন্দ দাস সোবহানীঘাট কাঁচাবাজার পাইকারী আড়ৎ থেকে ভ্যানগাড়ি দিয়ে প্রতিদিনের মতো সবজি কিনতে যাচ্ছিলেন। নগরীর ধোপাদিঘিরপাড় শিশুপার্কের সামনে যাওয়া মাত্র ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান।

নূর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়