ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাসিক নির্বাচন: ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ১ জুন ২০২৩  
রাসিক নির্বাচন: ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন সাধারণ ওয়ার্ডের ৯ কাউন্সিলর প্রার্থী। তবে, কোনো মেয়র কিংবা সংরক্ষিত নারী আসনের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

বৃহস্পতিবার (১ জুন) মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ছিল। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 
মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- ৮ নম্বর ওয়ার্ডের লালমন হোসেন, ১৫ নম্বরের ওমর ফারুক, ১৭ নম্বরের মো. মনিরুজ্জামান, ১৯ নম্বরের সিরাজুল ইসলাম, ২১ নম্বরের রায়হানুর রহমান, ২৪ নম্বরের আতিকুর রহমান, ২৬ নম্বরের সারোয়ার জাহান এবং ১১ নম্বরের হান্নান আলী ও মোয়াজ্জেম হোসেন।

আরো পড়ুন:

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নগরীর ৩০টি ওয়ার্ডে এখন কাউন্সিলর প্রার্থী রইলেন ১১২ জন। এর মধ্যে, ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। আগামীকাল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। আর ২১ জুন ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কেয়া/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়