ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বিদ্যুতের দাম বাড়ানোর পরেও জনগণ দিয়ে গেছে, কয়লার অভাব হবে কেন?’

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ৩ জুন ২০২৩  
‘বিদ্যুতের দাম বাড়ানোর পরেও জনগণ দিয়ে গেছে, কয়লার অভাব হবে কেন?’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর পরেও জনগণ তা দিয়ে গেছে। তাহলে, কয়লার অভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হবে কেন?’

শনিবার (৩ জুন) দুপুরে নরসিংদী শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় পার্টির নরসিংদী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা।

জিএম কাদের বলেন, ‘বিদ্যুতের অভাবে বেশির ভাগ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আনেকে চাকরীচ্যুত হচ্ছেন। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধের জন্য সম্পূর্ণ সরকার দায়ী। কারণ তাদের সহযোগিতায় কিছু প্রতিষ্ঠান দেশটাকে লুটেপুটে খাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নেত্রী স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করছেন। প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই এই দলের গুণগান করছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিচার বিভাগ যেখানে সম্পূর্ণ নিরপেক্ষ, সেটাও চলছে তাদের ইশারায়।’

হৃদয়/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়