ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

কেসিসি নির্বাচন: বিএনপির ৯ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ৩ জুন ২০২৩   আপডেট: ২২:৪৫, ৪ জুন ২০২৩
কেসিসি নির্বাচন: বিএনপির ৯ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির ৯ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।

শনিবার (৩ জুন) স্ব-স্ব নেতাদের নামে বহিষ্কারের চিঠি পাঠানো হয়েছে। খুলনা মহানগর বিএনপির সদস্য মিজানুর রহমান মিলটন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কার হওয়া নেতাকর্মীরা হলেন- মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশফাকুর রহমান কাকন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মো. মাহবুব কায়সার, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী ও সাবেক কাউন্সিলর আমান উল্লাহ আমান, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, ৯ নম্বর ওয়ার্ডের কাজী ফজলুল কবির টিটো, ১৪ নম্বর ওয়ার্ডের মুশফিকুস সালেহীন পাইলট, মহানগর তাঁতি দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার মাতুব্বর ও সাবেক ছাত্রদল নেতা ইমরান হোসেন।

চিঠিতে বলা হয়েছে, বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তি স্বার্থ চিন্তা করে এ সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। গত ১ জুন আপনাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হলেও নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও নোটিশের জবাব দেননি, যা গুরুতর অসদাচরণ।

এতে আরও বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহার না করে দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। এহেন অবজ্ঞা ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে আপনাকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

নূরুজ্জামান/মাসুদ/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়