বরগুনায় বুক জোড়া লাগানো কন্যা সন্তানের জন্ম
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরগুনায় বুকে জোড়া লাগানো দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। বুধবার (৭ জুন) দুপুরে বরগুনার শেফা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে শিশু দুটির জন্ম হয়। এদিকে, প্রসূতি সুস্থ থাকলেও শিশুদের দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
প্রসূতির নাম মাহামুদা বেগম (৩৪)। তিনি বরগুনার বেতাগী উপজেলার মধ্য কাজিরাবাদ এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম বাদশা মিয়া। তিনি গার্মেন্টস শ্রমিক।
মাহমুদা বেগমের স্বজনরা জানান, রোজার ঈদের দু’দিন পর মাহমুদার আল্ট্রাসনোগ্রাম করানো হয়। রিপোর্টে জমজ বাচ্চার কথা বলা হয়েছিল তখন। তবে, শিশু দুটি যে জোড়া লাগানো সেটি বলা হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে প্রসব বেদনা শুরু হয় মাহমুদার। এরপর আজ (বুধবার) সকালে প্রথমে মাহমুদাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে গাইনি বিশেষজ্ঞ না পেয়ে তাকে বরগুনার শেফা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে এই হাসপাতালে সিজার অপারেশনের মাধ্যমে শিশুদের জন্ম হয়।
প্রসূতি মাহমুদার ভাই তরিকুল ইসলাম বলেন, জমজ সন্তানের কথা আগেই জানতাম আমরা। তবে জোড়া লাগানো হবে তা জানতে পারিনি। সবাই আমার বোন ও তার দুই সন্তানের জন্য দোয়া করবেন।
শেফা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের চিকিৎসক তাজকিয়া সিদ্দিকা বলেন, শিশুদের উন্নত চিকিৎসা প্রয়োজন। কিছু পরীক্ষা করাতে হবে। সেসব পরীক্ষার যন্ত্র বরগুনাতে নেই। পরীক্ষাগুলো করানোর পরে বোঝা যাবে জোড়া থেকে শিশুদের আলাদা করতে করণীয় কি।
ইমরান/ মাসুদ