ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাইজিংবিডিতে সংবাদ: রিচার্জেবল ফ্যানের দোকানে ভোক্তা অধিকারের অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ৮ জুন ২০২৩   আপডেট: ২০:৩৮, ৮ জুন ২০২৩
রাইজিংবিডিতে সংবাদ: রিচার্জেবল ফ্যানের দোকানে ভোক্তা অধিকারের অভিযান

ক্রেতা থাকলেও নেই রিচার্জেবল ফ্যান’ শিরোনামে রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে রিচার্জেবল ফ্যানের দোকানগুলোতে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নবীন মার্কেট ও শহীদ রফিক সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি বলেন, ‘গত কয়েক দিনের তীব্র গরমে ভোক্তা পর্যায়ে রিচার্জেবল ফ্যানের চাহিদা বেড়েছে। এ সুযোগে অনেক ব্যবসায়ীকে অতিরিক্ত দামে রিচার্জেবল ফ্যান বিক্রি করছিলেন। অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করায় বাসস্ট্যান্ড এলাকার রাজ ইলেকট্রনিকসকে ১০ হাজার টাকা ও নিউ হিরা ইলেকট্রনিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো.আব্দুল হান্নান, ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

চন্দন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়