ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেসিসি নির্বাচন : ২২ দফা ইশতেহার দিলেন জাপার মধু 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ৯ জুন ২০২৩   আপডেট: ০৯:৫৮, ৯ জুন ২০২৩
কেসিসি নির্বাচন : ২২ দফা ইশতেহার দিলেন জাপার মধু 

খুলনা মহানগরীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলাসহ ২২ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। 

ওয়াসা, কেডিএ, পেট্রোবাংলা, খুলনা জেলা প্রশাসন, মেট্রো ও জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে খুলনা মহানগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলবেন বলে জানান। তিনি বলেন, কেসিসির সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৮ জুন) খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম মধু এ ইশতেহার ঘোষণা করেন।

২২ দফা ইশতেহারের মধ্যে রয়েছে- কেসিসির এরিয়া বর্ধিতকরণ ও বিশ্ব রোডের সঙ্গে নগরীর একাধিক বাইপাস নির্মাণ, নগরীর ২২ খালসহ ময়ূর নদী খনন ও ময়ূর নদী কেন্দ্রিক নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণে কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং শিক্ষাবৃত্তি, মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা প্রদান প্রভৃতি।

নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।

নুরুজ্জামান/টিপু

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়