ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলা উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৯ জুন ২০২৩  
সাতক্ষীরায় মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলা উদ্বোধন

ছবি: রাইজিংবিডি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

আরো পড়ুন:

সাতক্ষীরা চেম্বার অব কমার্স এর সভাপতি নাসিম ফারুক খান মিঠুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, পরিচালক মনিরুল ইসলাম  মিনি, শেখ আবুল বাসার, সৈয়দ শাহিনুর আলী, কামরুজ্জামান মুকুল, গোলাম আজম, দ্বিনবন্দু, ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল তুহিন, দপ্তর সম্পাদক মীর আরিফুজ্জামান প্রমুখ।

এবারের মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যসায়ীদের সমন্বয় ৭২টি স্টলে থাকছে। মেলায়  ইভেন্ট ম্যানেজমেন্টে দায়িত্ব পালন করছে  বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টন। 

/শাহীন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়