নাটোরের হাসপাতাল থেকে নবজাতক চুরি
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে কন্যা নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ শিশু চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কৃষক মাহফুজুর রহমান ও গৃহবধূ হাসনা হেনা দম্পতির।
শিশুর চাচা মিজানুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে হাসনা হেনার প্রসব বেদনা শুরু হয়। দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন দুপুর ১২টার দিকে হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। সারারাত রোগীর আত্মীয়রা মা ও শিশুকে দেখভাল করেন। আজ (শুক্রবার) সকালে শিশুটির দাদি ও হাসনা হেনাকে হাসপাতালে রেখে সবাই বাড়িতে যান।
সকাল সাড়ে ১১টার দিকে মাস্ক পরিহিত এক নারী এসে নবজাতককে কোলে নিয়ে ডাক্তার আসবেন বলে শিশুটির মাকে বিছানায় উঠে বসাতে বলেন। এরপরই ওই নারী শিশুটিকে নিয়ে চলে যান। পরে বিষয়টি বুঝতে পেরে শিশুটির দাদির চিৎকারে হাসপাতালের লোকজন আসেন। সবাই খোঁজাখুঁজি করেও শিশুটি এবং ওই নারীর কোনো সন্ধান পাননি।
তিনি আরও জানান, হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায়, মূল গেট দিয়ে এক নারী শিশুটিকে নিয়ে একটি অটোরিকশায় করে চলে যেতে। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।
বিষয়টি সম্পর্কে জানতে নাটোরের সিভিল সার্জন ডা. রোজি আরা খাতুনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভি করেননি।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, বিষয়টি জানার পরই নবজাতক শিশুটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।
আরিফুল/ মাসুদ