শেরপুরে কারাবন্দিদের বাড়িতে বাড়িতে বিএনপি নেতারা
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শেরপুরে সম্প্রতি বিভিন্ন রাজনৈতকি মামলায় কারাবরণকারী দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিচ্ছেন জেলা বিএনপির নেতারা। এর অংশ হিসেবে শুক্রবার (৯ জুন) রাতে শহরের খরমপুরস্থ শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ পলাশের বাসায় এবং চাপাতলীস্থ সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক হোসেনের বাসায় যান শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী। এ সময় নেতারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কর্তাহীন পরিবারের নানা সমস্যার কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন।
এছাড়াও বিভিন্ন মামলায় কারাগারে রয়েছে, তাদের মামলার বিষয়ে খোঁজ খবর নেন বিএনপি নেতা হযরত আলী। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম গোল্ডেন, পারভেজ, নছি প্রমূখ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, নেতাকর্মীদের হামলা দিয়ে শান্ত করা যাবে না। শেরপুর জেলা বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দেয়ার জন্য প্রস্তুত আছে বলেও জানান।
তারিকুল/বকুল