ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ১০ জুন ২০২৩  
রাজশাহীতে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ২৬ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জুন) বেলা ১১টার দিকে নগরীর জামালপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

২৬ নম্বর ওয়ার্ডের ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আখতার আহমেদ বাচ্চুর অভিযোগ, টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েলের সমর্থকেরা তার নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়েছেন। তবে, কোয়েল এ অভিযোগ অস্বীকার করেছেন।

আরো পড়ুন:

আখতার আহমেদ বাচ্চু নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর আকতারুজ্জামান কোয়েল ২৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।

এদিকে, বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বাচ্চু বলেন, ‘আমার পক্ষে জনমত গড়ে উঠেছে। এটি সহ্য করতে পারছেন না প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েল। তাই সকালে তার সমর্থক ছানাসহ ২০-২৫ জন এসে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র থাকায় কেউ প্রতিরোধ করার সাহস পায়নি। তারা চলে যাবার পরে পুলিশ আসে। এ ঘটনায় আমার প্রধান নির্বাচনী এজেন্ট রফিকুল ইসলাম রফা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।’

তবে, অভিযোগের বিষয় অস্বীকার করে আকতারুজ্জামান কোয়েল বলেন, ‘কোথায় ক্যাম্প পুড়েছে তা আমি জানি না। আমার বিরুদ্ধে অভিযোগ তুললেই তো হবে না, সত্যতা থাকতে হবে। পুলিশ তদন্ত করে দেখুক। আমাকে বিতর্কিত করতে এ অভিযোগ তোলা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তখন সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেয়া/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়