ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: রুমিন ফারহানা

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ১৬ জুন ২০২৩  
সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘যতক্ষণ এই সরকারের পতন না হবে, ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না।’

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের সময় ফুরায়ে এসেছে। জোর করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। জনগণ থেকে এই সরকার বিচ্ছিন্ন হয়ে গেছে। সারা বাংলাদেশ একদিকে আর আওয়ামী লীগ আরেক দিকে।’

শুক্রবার (১৬ জুন) বিকেলে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

রুমিন ফারহানা বলেন, ‘বিদ্যুৎ নিয়ে ছয়-নয় করেছেন। মনে করেছেন, লুটপাট করে পালিয়ে যাবেন, কিন্তু সে রাস্তা বন্ধ। বাংলাদেশের মাটিতে আপনাদের বিচার করবে জনগণ।’

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কেন আজ বিএনপি চেয়ারপার্সন নিজ পায়ে দাড়াতে পারেন না। হুইল চেয়ারে করে তাকে হাসপাতালে যেতে আসতে হয়, তার জবাব আপনাদের এই বাংলার মাটিতেই দিতে হবে।’

রাসেল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়