ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুর পৌরসভার ১১৪ কোটি টাকার বাজেট

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ২৫ জুন ২০২৩  
লক্ষ্মীপুর পৌরসভার ১১৪ কোটি টাকার বাজেট

লক্ষ্মীপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রায় ১১৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

রোববার (২৫ জুন) দুপুরে পৌর মেয়রের বাসভবন-সংলগ্ন ‘জনতার ঘর’-এ বাজেট ঘোষণা করেন মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

আরো পড়ুন:

মেয়র ১১৪ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৩৬ টাকার বাজেট ঘোষণা করেন, যা গত অর্থ বছরের চেয়ে প্রায় ১ কোটি টাকা কম। এর মধ্যে উন্নয়ন বাজেটে গত অর্থ বছরের চেয়ে ১১ কোটি ৪৯ লাখ টাকা কম ধরা হয়েছে। রাজস্ব খাতে বাজেট আয় বৃদ্ধি করা হয়েছে ১০ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ১৯২ টাকা।

বাজেটে রাজস্ব খাতে আয় ৫৪ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ১৯২ টাকা, উন্নয়ন খাতে ব্যয় ৫৮ কোটি ২৫ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৭৬ লাখ টাকা ধরা হয়েছে। বাজেটে ১১টি খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার টাকা। 

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল করিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান প্রমুখ।

বাজেট বক্তৃতায় পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে ‘ম্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করা হবে বলে সরকার ঘোষণা দিয়েছে। স্মার্ট বাংলাদেশে হবে স্মার্ট নাগরিক, সেই লক্ষ্যে পৌরবাসীকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। 

লক্ষ্মীপুর পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে উপহার দিতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন।
 

লিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়