ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠি পৌরসভার ১৫৫ কোটি টাকার বাজেট

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ২৫ জুন ২০২৩  
ঝালকাঠি পৌরসভার ১৫৫ কোটি টাকার বাজেট

বাজেট পেশ করছেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার

নতুন কর আরোপ ছাড়াই ঝালকাঠি পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রায় ১৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

রোববার (২৫ জুন) দুপুরে পৌরসভার বঙ্গবন্ধু কর্নারে সূধীজনদের সঙ্গে আলোচনা শেষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার।  

আরো পড়ুন:

মেয়র ১৫৫ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫৭৬ টাকার বাজেট ঘোষণা করেন। এতে আয় ধরা হয়েছে ১৫৩ কোটি ৮৬ লাখ ৪ হাজার টাকা। বাজেটে প্রারম্ভিক উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৫৭৬ টাকা এবং সমাপনী ঘাটতি দেখানো হয়েছে ৪২ লাখ ৯৯ হাজার ৪২৪ টাকা। 

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, প্যানেল মেয়র তরুণ কর্মকার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা ও হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুদ্দেজা হারুন। 

পৌর মেয়র তাঁর বাজেট বক্তৃতায় জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে পৌরসভায় নতুন পার্ক নির্মাণ, মার্কেট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ময়লা ফেলার ডাম্পিংস্টেশনসহ নানা উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে শহর আলোকিত হয়ে উঠবে বলেও অভিমত ব্যক্ত করেন। 

অলোক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়