ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রা: যানজটে যাত্রীদের কাছে টিউবওয়েলের পানি বিক্রি

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৮ জুন ২০২৩   আপডেট: ১৬:০৩, ২৮ জুন ২০২৩
ঈদযাত্রা: যানজটে যাত্রীদের কাছে টিউবওয়েলের পানি বিক্রি

রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন মানুষ। এতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে।

ফলে বুধবার (২৮ জুন) ভোর থেকে শুরু হয়েছে যানজট। এই সুযোগে টিউবওয়েলের পানি পরিত্যক্ত বোতলে ভরে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী।

আরো পড়ুন:

জানা যায়, আধা লিটার পানি ২০ টাকা করে বিক্রি করছেন তারা। মহাসড়কের সল্লা ধলা টেংকরসহ বিভিন্ন এলাকায় ঘুরে এই দৃশ্য দেখা যায়।

বগুড়াগামী ফয়সাল আহমেদ বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। প্রচণ্ড জ‌্যামে বেশ তৃষ্ণা পায়। আধা লিটার খোলা পানির দাম নিলো ২০ টাকা। যেখানে আধা লিটার বোতলজাত পানি ১৫ টাকা।’

রাসেল মিয়া নামের অপর একজন বলেন, ‘ঘরমুখো মানুষরা যানজটে অসহায়। তাদের জিম্মি করে টাকা নেওয়া হচ্ছে।’

পানি বিক্রেতা শাহ আলম মিয়া বলেন, ‘বোতলের পানির চেয়ে টিউবওয়েলের পানি অনেক ভালো। তাই আধা লিটার ২০ টাকায় বিক্রি করছি।’

এ বিষয়ে জানতে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কাওছার/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়