হবিগঞ্জে দেড় বছরেও শেষ হয়নি বীর নিবাস নির্মাণ
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পরিবারের সদস্যসহ আজিজুন নেসা
‘অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্প। এ প্রকল্পের আওতায় একটি ঘর বরাদ্দ পেয়েছিলেন হবিগঞ্জ সদর উপজেলার গোড়াবই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের স্ত্রী আজিজুন নেসা। তার নিজস্ব ভিটায় আগের বসতঘরের জায়গায় শুরু হয় নতুন ঘর নির্মাণের কাজ। কিন্তু দেড় বছরেও শেষ হয়নি সেই গৃহনির্মাণ।
এ অবস্থায় ১৭ মাস ধরে সন্তানদের নিয়ে এক স্বজনের বাড়িতে থাকছেন আজিজুন নেসা। প্রায় ৬ মাস ধরে নতুন ঘরের কাজ বন্ধ আছে। ঠিকাদারেরও খোঁজ নেই। তাই কবে নাগাদ এই বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে তাও জানেন না আজিজুন নেসা।
অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ভিটায় ২ বেড, ২ টয়লেট, ডাইনিং ও কিচেনসহ ৬৩৫ বর্গফুটের এই বীর নিবাস তৈরি করে দেওয়া হচ্ছে। এ জন্য ঘর প্রতি বরাদ্দ এসেছে ১২ লাখ ৭৬ হাজার টাকা। কাজটি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, গত বছরের মার্চ মাসে বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়। দেড় বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত নির্মাণ শেষ হয়নি। গত ছয় মাস ধরে ঘরের কাজ বন্ধ। একাধিকবার ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কর্ণপাত করেননি। বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলেও এখন পর্যন্ত গৃহনির্মাণ কাজের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি।
হবিগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ট্রেনিংয়ে থাকায় কথা বলা সম্ভব হয়নি।
মামুন/বকুল