উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা ভবনের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, সৈয়দ খলিলুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, জনপ্রীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তার ছেলে সৈয়দ ইসলাম প্রায়ই প্রভাব বিস্তার করেন। রাস্তা তৈরীতে চেয়ারম্যানকে টাকা দিতে হয়। দ্রুত চেয়ারম্যানকে অপসারণের দাবি করেন বক্তারা।
সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, বীর মুক্তিযোদ্ধা হাজী ফিরোজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আমির আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মনোরঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আলম খা, বীর মুক্তিযোদ্ধা হাছান আলী, বীর মুক্তিযোদ্ধা নিকুঞ্জ দেব প্রমুখ।
মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার কাছে স্মারকলিপি প্রদান করেন।
মামুন/ মাসুদ