ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

সমুদ্রে বিকল ট্রলার থেকে ১৮ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ১৮ জুলাই ২০২৩  
সমুদ্রে বিকল ট্রলার থেকে ১৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি সাইফুর’ নামের একটি ফিশিং ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে কোস্টগার্ড মিডিয়া বিভাগ থেকে এতথ্য জানানো হয়। 

চট্টগ্রামস্থ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গত শুক্রবার  ‘এফভি সাইফুর’ নামের ফিশিং ট্রলারটি মাছ ধরার জন্য নোয়াখালী জেলার হাতিয়া এলাকার গভীর সমুদ্রে যায়। ১৫ জুলাই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি উত্তাল সমুদ্রে ভাসতে থাকে। আজ বিকল ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্টগার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। বার্তা পেয়ে কোস্টগার্ডের নিয়মিত টহল জাহাজ ‘সবুজ বাংলা’র অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, সমুদ্রে সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে ভাসমান ট্রলারটি খুঁজে পায় কোস্ট গার্ড। পরে ওই ট্রলার থেকে ১৮ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করে আজ দুপুরে তীরে ফিরিয়ে আনা হয়। ফিশিং ট্রলারটি উদ্ধারের পর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রলারসহ জেলেদের হস্তান্তর করা হয়েছে। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়