ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে একসঙ্গে তিন ছেলের জন্ম দিলেন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২২ জুলাই ২০২৩  
বরিশালে একসঙ্গে তিন ছেলের জন্ম দিলেন গৃহবধূ

বরিশালের গৌরনদী উপজেলার একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (২১ জুলাই) রাতে তিনি সন্তানদের জন্মদেন তিনি। 

তিন সন্তানের জন্ম দেওয়া গৃহবধূর নাম বর্ষা আক্তার (২৩)। তিনি উজিরপুর উপজেলার যুগীহাটি গ্রামের ওয়ার্কশপ মিস্ত্রি পলাশ মোল্লার স্ত্রী। 

আরো পড়ুন:

শনিবার (২২ জুলাই) সকালে নবজাতকদের নাম রাখা হয়। তাদের নাম দেওয়া হয়েছে- আবু বকর, মিজানুর রহমান ও ওমর ফারুক। 

বর্ষার শাশুড়ি রোজিনা বেগম জানান, প্রসব বেদনা শুরু হলে বর্ষাকে গতকাল বিকেলে গৌরনদী উপজেলার বাটাজোর সুইস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর রাতে ডা. শিউলির তত্ত্বাবধায়নে সিজারের মাধ্যমে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন বর্ষা।

তিনি আরও জানান, একটি বাচ্চা অসুস্থ হওয়ায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই বাচ্চা ও তাদের মা সুস্থ আছে। এক সঙ্গে তিন শিশুর জন্ম হওয়ায় পুরো পরিবারে আনন্দের বন্যা বইছে বলেও তিনি উল্লেখ করেন।

হাসপাতালের পরিচালক রুপা আক্তার বলেন, গৌরনদীর কোনো হাসপাতালে এই প্রথমবার একসঙ্গে তিনটি নবজাতকের জন্ম হয়েছে। এক সঙ্গে তিন বাচ্চার জন্ম দেওয়ায় হাসপাতালের পক্ষ থেকে পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।

স্বপন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়