ট্রেনে কাটা পড়ে ১০ ছাগলসহ মালিক নিহত
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৩৪, ২৬ জুলাই ২০২৩
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পড়ে নূরজাহান খাতুন (৫৫) ও তার ১০টি ছাগল মারা গেছে।
বুধবার ( ২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় দর্শনা রলে স্টেশনের অদূরে আকুন্দবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দর্শনা রেলওয়ে পুলিশের এস আই আতাউর রহমান জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে দর্শনার আকুন্দবাড়িয়া গ্রামের কালামের স্ত্রী নুরজাহান খাতুন তার অর্ধশত ছাগল ট্রেন লাইনের পাশে চরাচ্ছিলেন। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেসের ট্রেনের আওয়াজে ছুটোছুটি করতে গিয়ে ১০টি ছাগল ট্রেনে কাটা পড়ে। এ সময় নুরজাহান তার ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
এম এ মামুন/ইভা