ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির অপরাজনীতি শিক্ষাকার্যক্রম ব্যাহত করছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২৯ জুলাই ২০২৩  
বিএনপির অপরাজনীতি শিক্ষাকার্যক্রম ব্যাহত করছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘আমরা নভেম্বর মাসের মধ্যে শিক্ষার্থীদের এ বছরের পাঠ্যসূচি, শিক্ষাকার্যক্রম ও পরীক্ষা শেষ করার চেষ্টা করছি। কিন্তু বিএনপির অপরাজনীতি শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রমকে ব্যাহত করছে। যা মোটেও শিক্ষার্থীদের জন্য ইতিবাচক নয়।’

শনিবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

শিক্ষামন্ত্রী  বলেন, ‘করোনার কারণে শিক্ষার্থীদের অনেক অসুবিধা হয়েছে। এখন আমরা সমস্যা কাটিয়ে উঠছি। শিক্ষার্থীদের জীবনকে জিম্মি করে কোনো রাজনৈতিক দল কোনো ধরণের অসাধু ফয়দা লুটবার চেষ্টা না করে, সে জন্য আমি আবেদন জানাব। একই সঙ্গে আমি আশা করি, যে কোনো রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে আমাদের নতুন প্রজন্মের বিষয়টি এবং তাদের স্বার্থকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’ 

অনুষ্ঠানে মোট ৮২ জন সাংবাদিকের মধ্যে ১৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র (বাদল), চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, একইদির সকালে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলা পরিষদে জেলা মৎস্য বিভাগ আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

অমরেশ/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়