ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শুনলো শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ৩০ জুলাই ২০২৩  
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শুনলো শিক্ষার্থীরা

নতুন প্রজন্মকে মুক্তিযু্দ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোপালগঞ্জে ৭১-এর রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শিক্ষার্থীদের শোনানো হয়েছে।

আজ রোববার (৩০ জুলাই) সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরো পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামুকার পরিচালক রুবাইয়াত শামীম চৌধুরী। গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. নুরুল আমিন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন উদ্দিনসহ অনেকে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু ও বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ রুহুল আমীন ৭১-এর রণাঙ্গনের বীরত্বগাথা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। পরে অনুষ্ঠিত হয় প্রশ্নউত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন বীর মুক্তিযোদ্ধারা।
 

বাদল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়