পলিথিনে মোড়ানো ২ নবজাতকের লাশ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদীর পাশে পরিত্যাক্ত কার্টুনের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ইকরগাড়া এলাকার তুলসীগঙ্গা নদীর পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তুলসীগঙ্গা নদীর পাশে স্থানীয় এক নারী ছাগল বেঁধে রাখতে যান।তিনি সেখানে একটি কার্টুন পরিত্যাক্ত অবস্থায় দেখতে পান। তিনি কার্টুনটির ভেতরে পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পান। পরে তিনি বুঝতে পারেন পলিথিন দিয়ে দুই নবজাতকের লাশ পেঁচিয়ে রাখা হয়েছে। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবৈধভাবে কেউ গর্ভপাত করে আজ সকালের দিকে ওই দুই শিশুর লাশ নদীর পাড়ে ফেলে গেছেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শামীম/ মাসুদ