ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লাইভে এসে মাদক সেবন, যুবককে ১৫ দিনের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৪ আগস্ট ২০২৩  
লাইভে এসে মাদক সেবন, যুবককে ১৫ দিনের কারাদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে মাদক সেবন করার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে নয়ন নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪আগস্ট) দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

আরো পড়ুন:

সাজাপ্রাপ্ত ইসমাইল হোসেন নয়ন চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, ইসমাইল হোসেন নয়ন গতকাল বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম কাঁচা বাজারে বসে ফেসবুক লাইভে এসে মাদক সেবক করেন। খবর পেয়ে তাকে মাদকের বোতলসহ আটক করে পুলিশ।

চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল জানান, প্রকাশ্যে মাদক সেবন করে শান্তি বিনষ্ট করার অপরাধে ওই যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রুবেল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়