ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ৭ আগস্ট ২০২৩   আপডেট: ০৮:৩৩, ৭ আগস্ট ২০২৩
কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

রোববার (৬ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, জেলার ৬ উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগের প্রধান মাধ্যম হলো নৌকা (ইঞ্জিন চালিত)। যোগাযোগ ব্যবস্থা অক্ষুন্ন রাখতে এবং কাজের গতি স্বাভাবিক করতে আবারও কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সোমবার থেকে হ্রদে নৌ চলাচল করতে পারবে। তবে পর্যটকবাহী নৌকা চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

শুক্রবার থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদে পাহাড়ি ঢল নামায় জানমালের ক্ষতি এড়াতে ৫ আগস্ট ভোর থেকে হ্রদে নৌ চলাচল বন্ধ রাখার ঘোষণা করে জেলা প্রশাসন।

বিজয় ধর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়