গাছে ঝুলছিল যুবকের লাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার একটি গাছ থেকে রাব্বি মিয়া (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) সকালে পৌরসভার নতুন বাজার এলাকার একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া রাব্বি একই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাল মিয়ার ছেলে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, সকালে একটি গাছে রাব্বির লাশ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রুমন/ মাসুদ
রুমন/ মাসুদ