ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

র‌্যাবের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে, আসামিসহ আহত ৬ 

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১৫ আগস্ট ২০২৩   আপডেট: ১২:৩০, ১৫ আগস্ট ২০২৩
র‌্যাবের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে, আসামিসহ আহত ৬ 

কিশোরগঞ্জে র‌্যাবের একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে ঢুকে পড়ে। এতে দুই আসামিসহ ছয় জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ স্টেশন রোডে এ দুর্ঘটনা ঘটে। এতে চার জন র‌্যাবের সদস‌্য ও দুই আসামি আহত হয়েছেন।  

আহত চার র‌্যাব সদস্য হলেন রায়হান (৩০), আনোয়ার (৪০), ইমতিয়াজ (৪৫) ও বিল্লাল (৩৮)। এর মধ্যে গুরুতর আহত তিন জনকে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

র‌্যাব সূত্রে জানা গেছে, মাদক মামলার দুই আসামি আটক করে নেত্রকোনা থেকে র‌্যাবের সিপিসি-২ এর কার্যালয়ে নিয়ে আসা হচ্ছিলো। এরপর ভোরে কিশোরগঞ্জের স্টেশন রোডে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি একটি ফলের দোকানে ঢুকে পড়ে। এতে ছয় জন আহত হন। 

রুমন চক্রবর্তী/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়