ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় দই কারখানাসহ ৪ বাড়িতে আগুন

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২৩ আগস্ট ২০২৩  
বগুড়ায় দই কারখানাসহ ৪ বাড়িতে আগুন

বগুড়ার নন্দীগ্রামে বাংলা দই ঘরের কারখানাসহ চারটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ৫৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি ক্ষতিগ্রস্তরা। 

বুধবার (২২ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পৌর সদরের কলেজপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দারা জানান, কলেজপাড়া এলাকায় আজাহার আলীর দই কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসত বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

নন্দীগ্রাম পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়েই তাৎক্ষণিক কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসেছি। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আবাসিক এলাকা থেকে দই কারখানা সরিয়ে নিতে বাংলা দই ঘরের মালিক আজাহার আলীকে বারবার বলা হয়েছিলো। নোটিশ করার পরও তিনি দই কারখানা সরিয়ে নেননি। কারখানার চারপাশে বাসা-বাড়ি রয়েছে। 

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অ‌ফিসার তানভীর হাসান জানান, দই কারখানার আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। 

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়