ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আট দিন কারাভোগের পর জামিনে মুক্ত আনিছা সিদ্দিকা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ২৮ আগস্ট ২০২৩  
আট দিন কারাভোগের পর জামিনে মুক্ত আনিছা সিদ্দিকা

আট দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত তানজিলুর রহমানের মা আনিছা সিদ্দিকা। 

সোমবার (২৮ আগস্ট) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন। সন্ধ্যায় আনিছা সিদ্দিকা খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেলার এনামুল হক।

আরো পড়ুন:

গত ২০ আগস্ট সকালে নগরীর বয়রা হাজী ফয়েজ উদ্দিন সড়কের বাবার বাড়ি থেকে আনিছা সিদ্দিকাকে গ্রেপ্তার করে নগরীর খালিশপুর থানা পুলিশ। গ্রেপ্তার প্রসঙ্গে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস সাংবাদিকদের বলেছিলেন, অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়া আনিছা সিদ্দিকাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

তবে আনিছা সিদ্দিকার ছেলে যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত তানজিলুর রহমান অভিযোগ করেন, ফেসবুকে মওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে লেখালেখি করায় তার মামার বাড়ি ভাঙচুর করে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের লোকজন। সেখানে গিয়ে ভাঙচুরের প্রতিবাদ করায় তার মাকে পুলিশ গ্রেপ্তার করে।

ছেলের ফেসবুক স্ট্যাটাসে মা গ্রেপ্তার-সংবাদ নিয়ে সমালোচনা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও আনিছা সিদ্দিকার মুক্তি দাবি করেন।

আনিছা সিদ্দিকার আইনজীবী অ্যাডভোকেট নিরুল ইসলাম পান্না বলেন, গত ২২ আগস্ট মহানগর হাকিমের আদালতে প্রথম জামিনের আবেদন করা হয়। কিন্তু জামিন পাওয়া যায়নি। গত ২৪ আগস্ট আবারও জামিনের আবেদন করা হলে তাও নাকচ করেন আদালত। ২৭ আগস্ট খুলনা মহানগর দায়রা জজ আদালতে পুনরায় জামিনের আবেদন করা হয়। 

রাষ্ট্রপক্ষের হয়ে শুনানীতে অংশ নেন পিপি কে এম ইকবাল হোসেন। 

আনিছা সিদ্দিকার স্বামী আলমগীর শিকদার বলেন, সোমবার (২৮ আগস্ট) আনিছা সিদ্দিকাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। 
 

নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়