এখন থেকে শুক্রবারও খোলা থাকবে বরেন্দ্র গবেষণা জাদুঘর
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:০৬, ৩১ আগস্ট ২০২৩
আপডেট: ১৮:১৪, ৩১ আগস্ট ২০২৩
এখন থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর খোলা থাকবে। তবে, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন বিরতি থাকবে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। নতুন নিয়মে শুক্রবারও খোলা থাকবে জাদুঘর। তবে, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন বিরতি থাকবে। শনিবার জাদুঘর বন্ধ থাকবে।
কেয়া/কেআই