ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ট্রাক শ্রমিক ইউনিয়নে নির্বাচনের দাবিতে বিক্ষোভ 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৩১ আগস্ট ২০২৩  
টাঙ্গাইলে ট্রাক শ্রমিক ইউনিয়নে নির্বাচনের দাবিতে বিক্ষোভ 

টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার ভ্যান, ট্যাংকলড়ী, মিনি ট্রাক ও পিক-আপ শ্রমিক ইউনিয়নে নির্বাচনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে শহরের নগরজৈলফৈ এলাকায় ইউনিয়নের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা কার্যালয়ে তালা দিতে গেলে দুই গ্রুপের মধ্যে দস্তাদস্তি হয়।

আরো পড়ুন:

মানববন্ধনে সাবেক সাধারণ সম্পাদক সোবহান মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক আকবর দেওয়ান, শ্রমিক নেতা নজরুল ইসলাম, আজাদ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সাবেক সাধারণ সম্পাদক সোবহান মিয়া বলেন, ‘বর্তমান কমিটি কাউকে কিছু না জানিয়ে পকেট কমিটি করেছে। তাই এই অবৈধ কমিটি বাতিলসহ নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।’ অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

কমিটির সভাপতি বালা মিয়া বলেন, ‘সোবহান মিয়ার নেতৃত্বে কার্যালয়ে হামলাসহ আমাকে মারধর করেছে। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নেবো। সোবহানসহ হামলাকারীদের শাস্তি দাবি করছি।’ 

গত ১৯ ফেব্রুয়ারি প্রতিদ্বন্দ্বী না থাকায় বালা-মাহতাব পরিষদের পুরো প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবনির্বাচিত সভাপতি হন মো. বালা মিয়া, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মাহতাব।
 

কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়