ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জোয়ারে উল্টে গেল নৌকা, কিশোরের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৩  
জোয়ারে উল্টে গেল নৌকা, কিশোরের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত নদী কালিন্দিতে জোয়ারের কারণে নৌকা উল্টে আব্দুল আলি (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মারা যাওয়া আব্দুল আলি উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল আলি ও সুজন মন্ডল নামে দুই কিশোর কালিন্দি নদীতে ডিঙ্গি নৌকা  নিয়ে মাছ ধরতে যায়। সকাল ১০টার দিকে নদীতে জোয়ার আসলে তাদের নৌকা উল্টে যায়। এতে ওই দুই কিশোর নদীতে পড়ে যায়। এসময় সুজন মন্ডল সাঁতরে তীরে উঠে আসেন। কিন্তু নৌকার দড়ি পায়ে জড়িয়ে যাওয়ায় আব্দুল আলি আর তীরে উঠতে পারেনি। সুজন মন্ডল ঘটনাটি স্থানীয় লোকদের জানালে অনেক খোঁজাখুঁজির পর আব্দুল আলির লাশ উদ্ধার হয় নদী থেকে।

 

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়