ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারগারে ময়লা নিতে আসা গাড়িতে মিলল অস্ত্র ও মাদক, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:১২, ২ সেপ্টেম্বর ২০২৩
কারগারে ময়লা নিতে আসা গাড়িতে মিলল অস্ত্র ও মাদক, গ্রেপ্তার ২

কাশিমপুর হাইসিকিউরিটি কারগারে ময়লা নিতে আসা গাজীপুর সিটি করপোরেশনের একটি গাড়ি থেকে দেশি অস্ত্র ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আবু নাঈম (২৮) ও মহানগরীর শান্তি পল্লী গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আশরাফ (৩০)। 

আরো পড়ুন:

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, কারা অভ্যন্তরে ময়লা পরিষ্কার করার জন্য গাজীপুর সিটি করপোরেশনের গাড়ি প্রবেশ করে। এসময় কর্তব্যরত কারারক্ষীরা গাড়ি তল্লাশি করে। সেসময় গাড়ির ডেক্স কভারের নিচ থেকে  ২২ ইঞ্চি লম্বা দুইটি লোহার দা, ১০  ইঞ্চি লম্বা চাকু, একটি মোবাইল, একটি ইয়ারফোন এবং  কালো টেপে পেঁচানো দুইটি গাজার বল জব্দ করা হয়। পরে ওই দুইজনকে আটক করে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কড়মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, কারা কর্তৃপক্ষ দুইজনকে আমাদের নিকট হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। 

রেজাউল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়