ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অটোরিকশা থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৩ সেপ্টেম্বর ২০২৩  
অটোরিকশা থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নোয়াখালীর জেলা শহরে সিএনজি চালিত অটোরিকশা থেকে পুলিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। 

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সুধারাম মডেল থানার সামনে থেকে লাশটি উদ্ধার হয়।   

আরো পড়ুন:

খোঁজ নিয়ে জানা যায়, আজ সকাল ৯টার দিকে সুধারাম মডেল থানা সংলগ্ন মেসার্স আব্দুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে ৩ জন যাত্রী নিয়ে সোনাপুরের উদ্দেশে রওনা হয় একটি অটোরিকশা। এসময় একজন পুরুষ যাত্রীর হাতে একটি কার্টুন দেখতে পান অটোরিকশা চালক মো. রাসেল। যাত্রীদেরকে সোনাপুর নামিয়ে চালক আরও দুইবার যাত্রী নিয়ে জেলা শহরে আসা যাওয়া করেন। পরে রাসেল গাড়ির পেছনের অংশে একটি কার্টুন দেখতে পেয়ে সুধারাম মডেল থানায় যোগাযোগ করেন। পুলিশ তাকে অটোরিকশা ও কার্টুনসহ থানায় আসতে বলে। রাসেল তার গাড়িসহ থানায় গেলে পুলিশ সদস্যরা কার্টুন খুলে নবজাতকের লাশ দেখতে পায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুজন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়