ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালী কারাগারে কয়েদির মৃত্যু 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৩  
পটুয়াখালী কারাগারে কয়েদির মৃত্যু 

পটুয়াখালী জেলা কারাগারে ইসমাইল হাওলাদার (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। 

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আরো পড়ুন:

মারা যাওয়া ইসমাইল কলাপাড়া উপজেলার পশ্চিম সোনাতলা এলাকার নরুল হকের ছেলে। গত ২৯ জুলাই থেকে দণ্ডবিধি ৪২০ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। 

পটুয়াখালী কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম বলেন, মারা যাওয়া ইসমাইলের কয়েদি নম্বর ছিল ৩৫৩৪/এ। গত ২৯ জুলাই কারাগারে আসেন তিনি। গত ৩১ আগস্ট থেকে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি  হলে আজ সকাল ৯ টা ২০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ইসমাইলকে। দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যান। মৃত্যুর কারণ হিসেবে হাসপাতাল কতৃপক্ষ acute hepatic failure উল্লেখ করেছে।

তিনি আরও জানান, ইসমাইলের লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়