ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আধিপত্য বিস্তারে ২ পক্ষের সংঘর্ষ, আহত ২৫

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৪ সেপ্টেম্বর ২০২৩  
আধিপত্য বিস্তারে ২ পক্ষের সংঘর্ষ, আহত ২৫

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় এলাকায় কয়কটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । 

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

খোঁজ নিয়ে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহেদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান মিলন সরদারের বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে ফাসিয়াতলা গ্রামে দেশিয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি দোকাট ভাঙচুর ও লুটপাট করা হয়। এছাড়া কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সংঘর্ষ চলাকালে আহত হন উভয় পক্ষের অন্তত ২৫ জন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার বলেন, নির্বাচনে জয়লাভ করার পর থেকেই আমার লোকজনের প্রায় হামলা হচ্ছে। 

চেয়ারম্যান শাহেদ পারভেজ বলেন, আমাদের লোক তাদের মারেনি। তারা নিজেরা নিজেরাই ঝামেলা সৃষ্টি করে আমাদের ওপর দায়ে চাপাচ্ছে। 

স্থানীয় বাসিন্দা জলিল হাওলাদার বলেন, শুধুমাত্র এলাকার মাতুব্বরি টিকিয়ে রাখার জন্য দুইপক্ষ প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল  হোসেন জানান, আলিনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বেলাল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়