ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

মুক্তাগাছায় ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:৩১, ৪ সেপ্টেম্বর ২০২৩
মুক্তাগাছায় ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পৌর এলাকায় সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর ফলে ওই এলাকায় কেউ মিছিল ও সমাবেশ করতে পারবে না। 

যুবলীগের কর্মী আসাদুজ্জামান হত্যার ঘটনা কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সোমাবার এলাকায় ঝাড়ু মিছিলের কথা ছিল। স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কা থেকে থানার ওসি লিখিত আবেদন করেন। উদ্ভূত পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ২৮ আগস্ট রাতে যুবলীগ কর্মী আসাদকে হাত-পা থেঁতলে হত্যা করা হয়। এর আগে ৭ জুলাই মারধরের শিকার হন তিনি। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে নিহতের ছেলে তাইব হাসান আনন্দ বাদী হয়ে মনিসহ ৩০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
 

মিলন/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়