ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:৪৩, ৪ সেপ্টেম্বর ২০২৩
খুলনায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

চার দফা দাবিতে খুলনা জেলার সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 

সোমবার (৪ সেপ্টেম্বর) খুলনা সিভিল সার্জন অফিসের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। 

আরো পড়ুন:

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, অচিরেই ইন্টার্নশিপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনসহ ৪ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ম্যাটস শিক্ষার্থীরা। 

এর আগে ম্যাটস শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি খুলনা সদর হাসপাতাল থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে খুলনা সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়।

নূরুজ্জামান/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়