ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনাকে হত্যার হুমকি

কিশোরগঞ্জে বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ৪ সেপ্টেম্বর ২০২৩  
কিশোরগঞ্জে বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত‌্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি মো. আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে কিশোরগঞ্জের আদালত।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম‌্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করলে বিচারক রাশেদুল আমিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুপুরে কিশোরগঞ্জ দ্রুত বিচার আদালতের এপিপি আতিকুল হক বুলবুল বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেন।

আরো পড়ুন:

আতিকুল হক বুলবুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ২৪ মে আবু সাঈদ চাঁদের নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

এ মামলায় রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসামিকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে কড়া পুলিশ পাহারায় কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়। শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার মামলায় কিশোরগঞ্জ আদালতে ধার্য তারিখ ছিল।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলায় দলীয় সমাবেশে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে আবু সাঈদসহ অজ্ঞাতনামা চার–পাঁচজনের বিরুদ্ধে কিশোরগঞ্জের আদালতে মামলা হয়। পরে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউনুস খান মামলা আমলে নিয়ে তদন্তের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন।
 

রুমন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়