বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বুধবার সকাল থেকে বন্দর সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম সচল হবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আবু নাঈম/ইভা