ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:০২, ৬ সেপ্টেম্বর ২০২৩
সাতক্ষীরায় সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ২

ভারতে পাচারকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকা মূল্যর ৩১টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এসময় দুই চোরাকারবারিকে আটক করে তারা।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এতথ্য জানান।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের মো.বাবর আলীর ছেলে মো.তুহিন (২০) ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সজীব হোসেন (২২)।

লে. কর্নেল আশরাফুল জানান, আজ সকালে বৈকারী সীমান্তের সরদার পাড়া এলাকা দিয়ে দুইটি মোটরসাইকেলে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে বলে খবর আসে। পরে বৈকারী সীমান্তের সরদার পাড়া এলাকা থেকে তুহিন ও সজীবকে মোটরসাইকেলসহ আটক করে বিজিবি। পরে মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখে অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ৩১টি  স্বর্ণের বারের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলি গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা।

তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক তুহিন ও সজীবকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়