ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাউজানে অপহৃত যুবকের খণ্ডিত লাশ উদ্ধার, অভিযুক্তকে পিটিয়ে হত্যা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ১১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:৩১, ১১ সেপ্টেম্বর ২০২৩
রাউজানে অপহৃত যুবকের খণ্ডিত লাশ উদ্ধার, অভিযুক্তকে পিটিয়ে হত্যা 

নিহত হৃদয়

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকা থেকে শিবলী সাদিক হৃদয় (২০) নামের এক অপহৃত যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আটক উমংচিং নামের এক যুবককে উত্তেজিত লোকজন পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে।  রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ আগস্ট রাতে রাউজান থানার কদলপুর ইউনিয়নের একটি মুরগির খামার থেকে হৃদয়কে অপহরণ করা হয়। হৃদয়কে মুক্তি দিতে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীদের দাবি অনুযায়ী হৃদয়ের বাবা বান্দরবান এলাকায় ডুলাপাড়া নামক স্থানে গিয়ে দুই ব্যক্তির হাতে দুই লাখ টাকা তুলে দেন। কিন্তু মুক্তিপণ দেওয়ার পরও হৃদয়কে অপহরণকারীরা মুক্তি দেয়নি। ঘটনার ১৩ দিন পর আজ সোমবার সকালের দিকে রাউজানের কদলপুর ও রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে হৃদয়ের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় উমংচিং মারমা নামের আটক এক অপহরণকারীকে স্থানীয় লোকজন পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তিন পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, উমংচিং নামের যুবককে আটকের পর তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে অপহৃত হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। দুর্গম এলাকা দিয়ে অপহরণকারী উমংচিংসহ লাশ নিয়ে ফেরার সময় উত্তেজিত লোকজন পুলিশের গাড়ি আটকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই উমংচিং-এর মৃত্যু হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হন। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

রেজাউল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়