ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারি কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি, ৬ মাসের জেল

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২৩  
সরকারি কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি, ৬ মাসের জেল

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি কর্মকর্তা পরিচয়ে ভাতা দেওয়ার কথা কলে উৎকোচ চাওয়ার অভিযোগে মো. জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ সেপ্টেম্বর) মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা এ দণ্ড দেন।

আরো পড়ুন:

সাজাপ্রাপ্ত মো. জহুরুল ইসলাম নাটোর জেলার সিংগা উপজেলার তেমুখ গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা জানান, জহুরুল ইসলাম সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার দিগনগর ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার কথা বলে সুবিধাভোগীদের কাছে অর্থ দাবি করেন। এলাকাবাসীর সন্দেহ হলে তারা জহুরুল ইসলামকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন। পরে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জহুরুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরো জানান, সাজাপ্রাপ্ত জহুরুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

বাদল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়