সিরাজগঞ্জে হাসপাতালে রেখে যাওয়া যুবকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেখা যাওয়া অজ্ঞাত যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
হাসপাতাল মর্গের ডোম রানা বলেন, সকালে হাসপাতাল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ এনে মর্গে রাখা হয়েছে। তার পরনে ছেঁড়া লুঙ্গী ও শার্ট ছিল।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কান্দাপাড়া এলাকার তুহিন নামে এক ব্যক্তি অজ্ঞাত ওই যুবককে হাসপাতালে ভর্তি করে চলে যায়। এরপর থেকে তার আর খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আজ সকালে অজ্ঞাত যুবকের মৃত্যু হলে তার মরদেহ মর্গে রাখা হয়।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
রাসেল/বকুল