ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১৩ সেপ্টেম্বর ২০২৩  
রংপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু 

রংপুরে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রংপুর সিটি করপোরেশনের ২টি ওয়ার্ডের মোট ৫ হাজার ৪৯২টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করবে টিসিবি।

 বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে নগরীর আর্দশ পাড়া বিদ‍্যালয় প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। নগরীর আর্দশপাড়া ২১ নাম্বারে ওয়ার্ডের ১,০১২ জন ও ২৪ নম্বর ওয়ার্ডের ৬১৪ কার্ডধারীকে ২ কেজি সোয়াবিন তেল, ২ কেজি মুসুর ডাল এবং ৫ কেজি চাল প‍্যাকেজে ৪৭০ টাকায় বিতরণ করা হচ্ছে। 

টিসিবি'র পণ্য কিনতে আসা উপকারভোগীরা সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে দীর্ঘলাইনে দাঁড়িয়ে থাকার পরও পণ্য পাওয়াতে খুশি। কিন্তু এই পণ‍্যের সঙ্গে চিনি ও পেঁয়াজ যুক্ত করার দাবি জানান তারা।  

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমা, অতিরিক্ত জেলা প্রশাসক এডব্লিউএম রায়হান শাহ, টিসিবি আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শফিকুল ইসলামসহ অন্যরা।

আমিরুল ইসলাম/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়