ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১৩ সেপ্টেম্বর ২০২৩  
চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল। 

আরো পড়ুন:

সাজাপ্রাপ্ত আসামির নাম এম এ তালেব মন্ডল ওরফে বাচ্চু। তিনি পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের বাসিন্দা।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির সহকারী কমান্ডার তৌফিক আহমেদ জানান, আদালতে তালেব মন্ডলের এক বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার করে তালেব মন্ডলকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কেয়া/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়